ধন্য কূল এ নরফুল,
তুমি এলে হে শেখ মুজিবুর।
তোমার ছোঁয়া মিছিল হাওয়া
সবার কাছে অমৃত পাওয়া।
তোমায় পেয়ে ধন্য ছিল টঙ্গীপাড়ার গ্রাম।
হঠাৎ করে হারিয়ে গেলে হে বীর মহাপ্রাণ।
তোমার ছোঁয়ায় জাগলো তরুণ
উঠিল গর্জনে।
আমরা বাঙালি প্রমাণ দিলাম ৭১ সনে,
তোমায় আমরা রাখিবো স্মরণে
ভুলিব না এ জীবনে।
তোমায় মনে রাখিবো চির নর ফুল
তুমি আমাদের শেখ মুজিবুর।
••••••
লেখক: মোহাম্মদ বায়েজিদ
১ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
১৬ দিন ২৬ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে