নোয়াখালী সেনবাগে বিএনপি’র ৮ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ও হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) নোয়াখালী সেনবাগে বিএনপি’র ৮ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ও হরতালে সমর্থনে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক এর সমর্থকরা সকাল সাড়ে নয়টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কে উপজেলার ছমিরমুন্সির হাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভকারীরা এসময় ১টি প্রাইভেট কার, ১টি পিকআপ ভ্যান, ১টি সিএনজি চালিত অটো রিক্সা ভাঙচুর করে। মিছিল চলাকালীন সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
অপর দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপির একাংশের নেতা আলহাজ্ব কাজী মফিজুর রহমানের সমর্থকরা সকাল ৮টার দিকে নোয়াখালী সোনাইমুড়ি-ফেনী আঞ্চলিক মহাসড়কের কানকিরহাট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে মতইন বৌদ্ধ বিহারের নিকট গিয়ে সড়কে বসে পড়ে।
এসময় বিএনপির নেতা কর্মীরা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি সহ নানান শ্লোগান দিতে থাকে ।
২ ঘন্টা ৭ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে
৪ ঘন্টা ২৩ মিনিট আগে