📣 বিজয়ের ৫২ তম বর্ষে 'দেশচিত্র' এর আয়োজন-২০২৩
📋✏️লেখার শিরোনাম ...
"তারুণ্যের ভাবনায় দেশের চিত্র: আজ ও আগামী"
📌 #নিয়মাবলী
➡️ লেখাটি নির্ধারিত শব্দসীমার মধ্যে শেষ করতে হবে। শব্দ সীমা ৮০০ থেকে ১২০০।
➡️ প্রতিযোগিতায় বাংলাদেশের সকল নাগরিক অংশগ্রহণ করতে পারবে।
➡️ উল্লেখিত (editorial.deshchitro@gmail.com) ই-মেইলে লেখাটির পিডিএফ ও ডক ফাইল এবং লেখকের সম্পূর্ণ ঠিকানা সহ মার্জিত ছবি পাঠাতে হবে।
➡️ প্রতিযোগিতার লেখাটি উল্লেখিত ( Daily Deshchitro/দৈনিক দেশচিত্র) ফেসবুক গ্রুপে (#দেশের_চিত্র #deshchitro) হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে।
➡️ লেখাটি সম্পূর্ণ নিজস্ব ভাবনার হতে হবে। যদি অন্য কোনো লেখকের লেখার সাথে সামঞ্জস্য (কপি) হয় তবে তা প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য হবে এবং লেখক দেশচিত্রের পরবর্তী কোনো আয়োজনে অংশগ্রহণ করতে পারবে না।
✴️✴️ প্রতিযোগিতার আকর্ষণ ✴️✴️
➡️ প্রতিযোগিতায় ১ম,🥇 ২য় ,🥈 ৩য় 🥉সহ মোট ১০🎖️ জনকে পুরস্কৃত করা হবে।
➡️ প্রতিযোগিতার মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে দেশচিত্রের অনলাইন ও অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা হবে।
➡️ প্রতিযোগিতার বিজয়ীদের দেশচিত্র এবং দেশের শীর্ষ সংবাদ মাধ্যমে নাম ও ছবি সহ ফিচার করা হবে।
➡️ প্রতিযোগিতার বিজয়ীদের 'দেশচিত্র' এর বিভিন্ন ইভেন্টে যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হবে।
১০ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
২১ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২৬ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
২৬ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে
২৬ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে