সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে বৃষ্টির দিনে ঘরে বসে কাটুক সেরা সময়টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি : আসিফ নজরুল ঈশ্বরগঞ্জে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন কল্পে বেহাল রাস্তা মেরামতের দাবীতে মানববন্ধন নালিতাবাড়ীর রুপনারায়ণকুড়া ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর মরিচপুরান ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরায় জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবীতে নিরাপদ সড়ক চাই সংগঠনের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান ঈশ্বরগঞ্জে জাতীয় শিক্ষাপদক বাছাই প্রতিযোগিতা অনুষ্টিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বরিশালে ছয় দফা দাবীতে শিক্ষার্থীদের মহা সড়ক অবরোধ। বগুড়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ উলিপুরে সিএনবি প্রকল্পের আয়োজনে ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কা নিহত ২ দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কা নিহত ২ মাই টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল নাগরপুরে কৃষি ব্যাংক রেমিট্যান্স লটারির মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জোরপূর্বক অন্যের সম্পদ দখল: সমাধান করতে গেলে উল্টো চাঁদাবাজির অভিযোগ 'হৃদয়ে ডোমার'-এর ১৬তম বর্ষপূর্তি উদযাপিত মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গায় সাবেক স্ত্রীর অপপ্রচারের বিরুদ্ধে সৌদি প্রবাসীর সংবাদ সম্মেলন

কমলগঞ্জে সিরাত বিষয়ক রচনা প্রতিযোগিতায় গুচ্ছ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ ফাহাদ


মৌলভীবাজারের কমলগঞ্জে 'আনবোই আলোর প্রভাত, পড়বো মোরা সীরাত' স্লোগানকে ধারণ করে মাহে রবিউল আউয়াল ১৪৪৫ উপলক্ষে সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করে সৃজনে মননে কমলগঞ্জ। 

দুই মাসব্যাপী সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতায় ৬ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি ছোটদের বিশ্বনবী হজরত  মুহাম্মাদ সা., একাদশ থেকে স্নাতক 'বিশ্ব সভ্যতায় হযরত মুহাম্মাদ সা. এর অবদান' এই দুইটি বিভাগে স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। 

প্রতিযোগিতায় দুইটি বিভাগে পাঁচ জন করে দশ জন ও উভয় বিভাগের সমন্বয়ে গুচ্ছে আরও পাঁচজন সর্বমোট পনেরো জন উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। 

সৃজনে মননে কমলগঞ্জ আয়োজিত সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২৩ শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জের আদমপুর বাজারস্থ মৌলানা আব্দুস সোবহান ইসলামী গণপাঠাগারে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, মাধবপুর নোয়াগাঁও তালিমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল মুত্তাক্বিন জুনাইদ সাহেবজাদায়ে শায়খে মাধবপুরী (রহ.)।

সৃজনে মননে কমলগঞ্জের প্রধান পৃষ্ঠপোষক, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্যসচিব মোঃ মুহিন উদ্দিন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সোলায়মান আহমাদ, এমএ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আদমপুর বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল কালাম, সৃজনে মননে কমলগঞ্জ এর সমন্বয়ক আহমদ বুরহান উদ্দিন জিয়া। 

আরও বক্তব্য দেন মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ আহমদ, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাছির,  কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কমলগঞ্জের চেয়ারম্যান শিবলুজ্জামান, আদমপুর বাজারের ব্যবসায়ী মাওলানা শামীম আহমদ, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মুস্তাকিম তরফদার নাহিদ, ছাত্রকল্যাণ পরিষদ কমলগঞ্জের সেক্রেটারি জিয়াউর রহমান, মিডিয়া বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম জসিম। 

আরও উপস্থিত ছিলেন সৃজনে মননে কমলগঞ্জ এর সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি হাসানুজ্জামানসহ সৃজনে মননে কমলগঞ্জ এর দায়িত্বশীল, প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিগণ।

সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতায় গুচ্ছ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে কমলগঞ্জ পৌরসভার নছরতপুর এলাকার বাসিন্দা মুহিবুর রহমান ফারুকের বড়পুত্র, কমলগঞ্জ একতা সমাজকল্যান পরিষদ এর সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদ।

হাফেজ ফাহাদ এবছর কমলগঞ্জের শাফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসা থেকে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী এবং সিলেটের শাহ সুলতানপুর মাদরাসার স্নাতক (জালালাইন) এর শিক্ষার্থী।

প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জের স্থায়ী বাসিন্দাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত ছাত্র ছাত্রীদের সরব অংশগ্রহণ ছিল।


আরও খবর