মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবি সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার (১৬ ডিসেম্বর)শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ পৌরসভার মাঠে সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে অতিথি হিসেবে ক্যাম্প পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এমএ সালাম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিসুর রহমান আশরাফি এবং শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবী লীগ সভাপতি আশিকুর রহমান আশিক।
উক্ত ক্যাম্পেইনে টেকনেশিয়ান হিসেবে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয় করে দেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইমরান হোসেন, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র সভাপতি আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সুজন দেব, প্রচার সম্পাদক শান্ত মৃধা, সহ-প্রচার সম্পাদক শাওন দোসাদ, কার্যকরী সদস্য রমজান আলী, রবি উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠিত ক্যাম্পেইনে শতাধিক মাানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে ফলাফল জানিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে- স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা এমন উদ্যোগ গ্রহণ করে বলে সংগঠন সুত্রে জানা যায়। এর আগে ১২ ডিসেম্বর মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সংগঠনটি ২০১৭ সালে যাত্রা শুরু করে।
১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬ ঘন্টা ০ মিনিট আগে
১৬ ঘন্টা ০ মিনিট আগে
১৬ ঘন্টা ১৫ মিনিট আগে