রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামের নির্বাচনী অফিসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অফিসের সামনের অংশে আগুনের আলামত পাওয়া গেছে। প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অগ্নিসংযোগের ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে জানিয়ে মাহিয়া মাহি বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে যেখানে সেখানে হেনস্তার চেষ্টা করা হচ্ছে। ’
এর আগে শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাহি। সে সময় তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। চৌধুরীর লোকজন আমাকে বাধা দিচ্ছে।’ ওইদিন নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন মাহি।
উল্লেখ্য, রাজশাহী- (তানোর গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে ভোট করছেন ঢাকাই সিনেমার ‘অগ্নিকন্যা’খ্যাত নায়িকা মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী এমপি। এ ছাড়া এ আসনে তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মন্ডুমালা পৌর সভার সাবেক মেয়র গোলাম রাব্বানীসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ৯ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে