পাটকেলঘাটায় বায়না কৃত সম্পত্তি জবর-দখলের পায়তারার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। গতকাল সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেস ক্লাবে উপস্থিত হইয়া সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন তোলকুপি গ্রামের মাওলা বক্সের পুত্র সোহরাব হোসেন। লিখিত বক্তব্য তিনি জানান আমি রাজেন্দ্রপুর মৌজায় ২৬২ নম্বর দাগে তিন বিঘা জমি, যাহা তিনি ৩৩ বছর পূর্বে তাহার মামাশ্বশুর এর (মোফজুলার রহমান বুলুর )কাজ থেকে ক্রয় করবে মর্মে বায়না বাবদ ০৯/০৯/১৯৯০ তারিখে ৮০০০০০টাকা,০১/১০/১৯৯০তারিখে ২০০০০০টাকা, ও ০১/১১/১৯৯১তারিখে ২০০০০০টাকা, ও সর্ব শেষ ২/২/১৯৯১তারিখে ১০০০০০০টাকা মোট ১৩০০০০০০টাকা। প্রদান করে তেত্রিশ বছর ভোগ দখলে থাকেন ।
গতকাল বুধবার সকাল ৭টায় তৈলকুপী গ্রামের শফিকুজ্জামান,এর পুত্র (বুলুর ভাইপো ) আশিকুজ্জামানের, নেতৃত্বে তার ভাড়াটিয়া সন্ত্রসী বাহীনীর ২০/২৫/ জনের একটি দল দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে জমিতে ভেড়ি তৈরি করে। ভুক্তভোগী সোরাফ হোসেনের দুই পুত্রকে মার ধর করে। ও জিবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীরা হলো ১) সেনপুর গ্রামের মৃত ফজলে শেখের পুত্র আব্দুর রহমান,২) পাটকেলঘাটা গ্রামের শেখ সাইদুজ্জামান পাইলট,তোলকুপি গ্রামের সফিকুজ্জামানের ছেলে আশিকুজ্জামান, শামীম হোসেন(৫২), তৌহিদুজ্জামান, আনিসুজ্জামান, সর্ব পিতা শামসুর রহমান, খালেক হোসেন পিতা অজ্ঞাত, সাং টেংরামারি। সহ ২০-২৫ জলের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। ঘটনা অনুসন্ধানে গিয়ে জানা যায় ভুক্তভোগী বুলু ৩৩ বছর যাবত এই জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। সেখানে তার স্যালো মেশিন আছে। পার্শ্ববর্তী জমির মালিক এই প্রতিনিধিকে জানান আমরা তিন যুগ ধরে দেখছি তোরা বসে নেই জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। গতকালের ঘটনায় ভুক্তভোগী পাটকেলঘাটা থানা একটি অভিযোগ দাখিল করিয়াছেন। অভিযোগের সত্যতা স্বীকার করে ওসি পাটকেলঘাটা এই প্রতিনিধিকে জানান আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
৩ ঘন্টা ২ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ ঘন্টা ৪ মিনিট আগে
৫ ঘন্টা ৫ মিনিট আগে
৬ ঘন্টা ৬ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ ঘন্টা ১১ মিনিট আগে
১২ ঘন্টা ১৮ মিনিট আগে