দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় স্পিকার, সংসদ নেতা, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চীফ হুইপ ও সংসদীয় দলের সেক্রেটারি পদসমূহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার মনোনীত হয়েছেন। এই নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। এই নিয়ে টানা চতুর্থ এবং পঞ্চমবারের মতো 'সংসদ নেতা' নির্বাচিত হয়েছেন তিনি।
একাদশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে আবার দ্বাদশ সংসদের 'সংসদ উপনেতা' হিসেবে মনোনীত হয়েছেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. শামসুল হক টুকু আবারও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত হয়েছেন।
দ্বিতীয়বারের মতো সরকারি দলের চীফ হুইপ এবং তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নূর ই আলম চৌধুরী মনোনীত হয়েছেন।
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২১ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে