রংপুরের পীরগাছার সন্তান মো. নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা। শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া তাকে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য মোস্তাফিজার রহমান রোমান, ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন ও সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিসানুর রহমান জনি, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন সেতু, রাশেদ আলী হৃদয়, হাবীব মিয়া, নুর আহাদ মন্ডল ও ৯ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সম্পাদক সহ আরও অনেকে।
মো. নাজমুচ্ছাকিব উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার বাবা পীরগাছা হাজী ছফের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি ২০১৬ সালে সূর্যসেন হলের সাবেক যুগ্ম আহবায়ক, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ২০২২ সালে আহবায়ক কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালে অনার্স শেষ করে তিনি একই বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।