পিরোজপুরে ব্যবসায়ীকে ষড়যন্ত্র ও হয়রানীমুলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরে কলাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো: শামীম হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দাউদপুর বাজারে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শামীম হাওলাদার এলাকার বিশিষ্ট সমাজসেবক, তাকে মাদকসংক্রান্ত যে মামলায় আটক করা হয়েছে তা ষড়যন্ত্র ও হয়রানীমূলক। তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। তারা আরো বলেন, তার বিরুদ্ধে বিগত সময়ে আমরা এ ধরণের কোন অভিযোগ কখনও পাইনি।তিনি সৎ ভাবে বাজারে ব্যবসার পরিচালনা করে আসছে, তিনি বিপদে আপদে সব সময় মানুষে পাশে থেকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিছে। তাই তারা প্রশাসনের নিকট এর সুষ্ঠু তদন্তের দাবী জানান ও দোষীদের বিচার চান। উল্লেখ্য গত ২৮/০৩/২০২৫ ইং তারিখে মো: শামীম হাওলাদারকে তার নিজ বাড়ির বাহির হতে মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়।