ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ৩ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।
খেলায় উপজেলা প্রশাসন একাদশ ৬ উইকেটে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশকে পরাজিত করে জয়লাভ করে। টসে জিতে শ্রীমঙ্গল থানা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৬ রান করে। জবাবে ৮৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নেমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় লাভ করে। দলের পক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২৭ রানে অপরাজিত থেকে দলকে জয়লাভ করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন একাদশের দলীয় অধিনায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব।
খেলায় ধারাবিবরণীতে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাবেদ জাফরি ও রাহি।
দুই দলের খেলায় অংশ গ্রহণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সু প্রভাত চাকমা, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান মামুন, শাল্লা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক দুলাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের কর্মকর্তারা।
খেলাটি উপভোগ করার জন্য মাঠে প্রচুর দর্শকদের উপস্থিতি ছিল।
৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ ঘন্টা ০ মিনিট আগে
১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৩ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে