লেনা দেনা বিষয় টা মোরা,দেখি খুব সহজে
আসলে যে লেনা দেনা, সকল কিছুর ঊর্ধ্বে।
জবর দস্তি করছো কত,দুর্বল লোকের উপর!
ভাবছো তুমি এই দুনিয়ায়, থাকবে সারাবছর।
পরের যদি একটি টাকা,বক্ষণ করো তুমি!
এ ভুবনে না দিলেও তুমি,পরকালে ঋণী।
"রবের'হক 'রব'চাইলে, করতেও পারে মাফ!
বান্দার হক করছো নষ্ট,দিতে হবে হিসাব।
লেনা দেনা আমার তোমার, যদি বাকি থাকে!
বান্দার কাছে ক্ষমা চেয়ে নিয়,মৃত্যু আসার অগে।
অন্যের ধন আহরণ করে,যতই পড়ো নামাজ!
রবের কাছে হবেনা কবুল,তোমার ঐ মোনাজাত।
অন্যের ধন লুট করে তুমি,করছো বুঝি জয়!
কবর দেশেও ধ্বংস তুমি,রাব্বুল আমিন কয়।
•••••••
কলমে..মো:মাহবুবুর রহমান
৪ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে