মিয়ানমারের অভ্যান্তরে চলমান সংঘর্ষের প্রভাবে বাংলাদেশের সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০ টা ৩০ মিনিটের দিকে মিয়ানমারে ছোঁড়া মর্টারশেলের
খোসা এসে পড়ে বাংলাদেশের এপারে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কোনারপাড়ার ইউনুছ ওরফে ভুলুর বাড়িতে এসে পড়ে মর্টারশেলের খোসা। এতে বাড়ির টিন ছিদ্র হয়ে খোসাটি বাড়ির ভিতরে এসে পড়ে। তবে বাড়িতে কেউ না থাকায় কোরো
হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এ ঘটনার আগে থেকেই কোনারপাড়ার বাসিন্দারা ঘর ছেড়ে
তাঁদের আত্মীয় স্বজনের বাসায় চলে গেছেন।
তুমব্রুর স্থানীয় বাসিন্দারা জানায়, রাত ৯ টার ইউনুছের উঠানে আরো একটি মর্টারশেলের খোসা এসে পড়ে। এরপরই মূলত আতঙ্ক ছড়িয়ে
পড়ে। এতে ভয় পেয়ে স্ত্রী ও সন্তানসহ তুমব্রু বাজারের পাশে জাফরের পাকা বাড়িতে চলে
আসেন ইউনুস। এরপরই আবারও সেখানে মর্টারশেলের খোসা এসে তাঁর বাড়িতে পড়ে।
এদিকে স্থানীয়রা আরও জানায়, শুক্রবার সারাদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শনিবার দুপুর দুইটাই হটাৎ গোলাগুলির শব্দ ভেসে আসে ওপার থেকে। সন্ধার দিকে বিরতি দিয়ে রাত ৮ টার পর আবারো শুরু হয় গোলাগুলি, আতঙ্কিত হয়ে কোনারপাড়ার বাসিন্দারা তাঁদের ঘর ছেড়ে অন্যত্র চলে যায়।
রাত ৯টার পর কোনারপাড়ায় পরপর দুইটি মর্টারশেলের খোসা এসে পড়ে জানায়। এদিকে এ বিষয়ে জানতে ঘুমধুম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের মুঠোফোন
একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি।