মুন্সিগঞ্জের সিরাজদিখানে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার কেইয়ান ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রাম থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত ।
নিহতরা হলেন সৌদি প্রবাসী অলি মিয়ার স্ত্রী সালমা বেগম (৩৩) এবং তাদের মেয়ে সাইমুনা (৯) ও ছেলে তাওহীদ (৭)। স্বজনদের বরাত দিয়ে এএসপি মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, সাত বছর আগে ছেলে জন্মের আগেই অলি মিয়া সৌদি আরব যান। তখন তিনি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নেন। সাত বছরে তিনি আর দেশে আসেননি এবং ঋণ নিয়ে বেশ বিপাকে ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনাদারের একেরপর এক চাপ সহ্য করতে না পেরে সালমা এ ঘটনা ঘটিয়েছেন। তিনি হয়তো রাতের বেলা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দুই সন্তানকে খাইয়ে হত্যা করেন এবং পরে নিজেও গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়েছেন।
এএসপি রিফাত আরো জানান, ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯ ঘন্টা ০ মিনিট আগে
৯ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ ঘন্টা ৫০ মিনিট আগে