ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শোবিজের সুপারস্টাররা। তাদের উপহারও ছিল চোখ ধাঁধানো।
গুজরাটের জামনগরে তিন দিনব্যাপী (১ থেকে ৩ মার্চ)আয়োজিত প্রি ওয়েডিং অনুষ্ঠানে যোগ দেন পপগায়িকা রিহানা থেকে শুরু করে বিশ্বের নামিদামি সব তারাকারা। অতিথি হিসেবে ছিলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, অনন্ত আম্বানির বিয়েতে মার্সিডিজ বেঞ্জের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ। যেটির মূল্য প্রায় সাড়ে ৫ কোটি রুপি। অন্যদিকে সালমান খান উপহার দিয়েছেন দামি এক ঘড়ি। যেটা শুধু অনন্ত আম্বানির জন্য অর্ডার করে তৈরি করা হয়েছে। এ ছাড়াও অনন্তর স্ত্রী রাধিকার জন্য ডায়মন্ডের কানের দুল উপহার দিয়েছেন বলিউডের ভাইজানখ্যাত এই তারকা।
এদিকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই প্রাক-বিয়ের আয়োজনটি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের খেতাব জিতে নিয়েছে।
প্রায় এক হাজার কোটি রুপি খরচ করে আয়োজন করা হয়েছে অনন্ত ও রাধিকার বিয়ের। যে আয়োজনে বাঘা বাঘা সব তারকা ব্যক্তিত্ব হাজির ছিলেন।
১৩ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৫ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৩৮ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৫ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৭ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
৫৫ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে
৫৯ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে