বিধান চন্দ্র দেবনাথ
গাছে গাছে আমের মুকুল
হাওয়ায় দোল খায়,
পাখিরা সব উড়ে উড়ে
কিচির মিচির গায়।
আম মুকুলে গাছগুলো সব
হলুদ হয়ে আছে,
আম মুকুলের পাগল করা ঘ্রান
বাতাসেতে ভাসে।
আম মুকুলের থোকায় থোকায়
মৌমাছির দল ঘুরে,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
মধু সংগ্রহ করে।
কয়েক দিন পর মুকুল থেকে
হয়ে যাবে আম,
আম কুড়াতে ছুটে আসবে
রনি জনি আর রাম।
৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ ঘন্টা ৬ মিনিট আগে
৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ ঘন্টা ৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ ঘন্টা ৫০ মিনিট আগে