ঢালিউড অভিনেত্রী পূজা চেরির মারা ঝর্ণা রয় আর নেই। জানা যায়, ২৪ মার্চ, রবিবার সকাল ১১টায় মিরপুরের নিজ বাসায় মৃত্যু হয়েছে তার।
সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
তিনি জানান, ঝর্ণা আন্টি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিউতে রাখা ছিলেন কিছুদিন।
আরও জানান, এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় আনা হয় তাকে। কিন্তু সবাইকে কাঁদিয়ে আজ না ফেরার দেশে চলে গেলেন তিনি।
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশুশিল্পী থেকে নায়িকা হন পূজা চেরি। সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে শুরুতেই পান জনপ্রিয়তা, হন প্রশংসিত। এ অভিনেত্রীর সিনেমাগুলোর মধ্যে ‘পোড়ামন-২ ’, ‘দহন’উল্লেখযোগ্য।
১৩ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৩৮ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৫ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪৮ দিন ২৮ মিনিট আগে
৫৬ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৬০ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে