কুতুবদিয়ায় জমে উঠেছে ঈদ বাজার শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে ক্বেরআত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন প্রাথমিকভাবে অপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও ঝিনাইগাতীতে নবযাত্রা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর অফিস গৃহে জোরপূর্বক তালা, কার্যক্রম ব্যাহত হিন্দু সম্প্রদায়ের সুখ দুঃখে পাশে আছে বিএনপি নিজ কর্মস্থলে আসছেন না তিনদিন ধরেআত্নগোপনে বরিশালে (এডিসি) রাসেদুল ইসলাম নারী নেতৃত্বে "রাজবাড়ী জেলা সংসদ" (রাজেস) এর আত্মপ্রকাশ রমজানে সুস্থতা: সঠিক অভ্যাসে প্রাণবন্ত থাকুন মোংলায় সেই ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার শৈলকুপায় আলোচিত গড়াই নদীর কুমির জাল দিয়ে ধরলো গ্রামবাসী পৌর পানি সংকটে সাতক্ষীরা শহরবাসি নারী ও শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত পেশাজীবীদের সম্মানে জামায়াতে ইসলামী সিরাজপুর ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত কৃষকদের সাথে মতবিনিময় সভা ও কৃষি মাঠ পরিদর্শন অনুষ্ঠিত রাজশাহী কলেজে শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ইফতার মাহফিল থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনেস্তা চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে চোর অপবাদ দিয়ে স্কুল শিক্ষককে পিলারের সাথে বেঁধে বর্বর নির্যাতন, হাসপাতালে ভর্তি

ছবি: তারেক মাহমুদ, দেশচিত্র

লক্ষ্মীপুরে চোর অপবাদ দিয়ে আক্তার হোসেন বাবু নামে এক স্কুল শিক্ষককে বিদ্যুৎতের খুঁটির সাথে বেঁধে বর্বর নির্যাতন চালিয়েছে বখাটেরা। নির্যাতনের ঘটনায় রোববার সন্ধ্যায় পেচা সুমনসহ ৫জনের নাম উল্লেখ করে আরো ৮জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি অভিযোগ দিয়েছেন নির্যিিতত স্কুল শিক্ষকের ভাই মাসুদুর রহমান। এর আগে নির্যাতনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে জেলাজুড়ে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার আইয়ুব আলী পোলের গোড়া নামক এলাকায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিক্ষককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিক্ষক আক্তার হোসেন বাবু সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত শিক্ষক সদর উপজেলার পৌর শহরের লাহারকান্দির এলাকার  মৃত লকিয়ত উল্যাহর ছেলে ও ঢাকার ক্যামব্রিজ স্কলারর্স  স্কুলের শিক্ষক।


নির্যাতনের শিকার আক্তারের পরিবার জানান,ঈদের ছুটিতে বাড়িয়ে বেড়াতে আসেন স্কুল শিক্ষক । শুক্রবার রাতে শহরের আইয়ুব আলী পোলের গোড়া এলাকায় ছোটভাই মাসুদুর রহমানের বাসায় বেড়াতে যান তিনি। ডায়বেটিস থাকায় রাতে হাটতে বের হন তিনি। এসময় পেঁচা সুমন, সাইমন হোসেন,অটোরিকসা চালক আলাউদ্দিন আলো,মমিন উল্যাহ ও সুমনসহ ১০/১২জনের একদল বখাটে ওই শিক্ষককে চোর অপবাধ দিয়ে বিদ্যুৎতের খুটিঁর সাথে হাত-পা বেধেঁ ফেলে।  এক পর্যায়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে হাত-পা বেধে র্ববর নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।  তবে ১৬ সেকেন্ড একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষক আক্তার হোসেন বাবুকে খুঁটির সাথে হাত-পা বেধেঁ বর্বর নির্যাতন করছে পেচা সুমন। এসময় পাশে বেশ কয়েকজন যুবক বিষয়টি দাড়িয়ে দেখছে। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বখাটেদের গ্রেফতারের দাবী জানান স্থানীয় এলাকাবাসী। পেঁচা সুমনের বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে বলে জানান এলাকাবাসী। 


সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একে আজাদ বলেন, আক্তার হোসেন বাবুকে বেদম মারধর করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থায় সর্ম্পকে বলা যাবে।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

আরও খবর