প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
দেশের তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘ দিন যাবৎ অনাবৃষ্টির কারণে প্রচন্ড গরম পড়েছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লোক মুখে শোনা যাচ্ছে এবছরের মত গরম এর পূর্বে কখনো অনুভূত হয় নি।
তাপমাত্রা বৃদ্ধির ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। মাঠে কৃষকের জমির ধান পেঁকেছে। প্রচন্ড রোদের জন্য জমির ধান কাটতে পারছে না। দীর্ঘ দিন বৃষ্টি না থাকায় নষ্ট হচ্ছে জমির ফসল। তাপমাত্রা বৃদ্ধির ফলে রাস্তা ঘাট প্রায় জন শূন্য। অফিস আদালতেও কষ্টের সীমা নেই। তাপদাহের সাথে যুক্ত হচ্ছে ভয়াবহ লোডশেডিং। এতে বিপাকে পড়েছে শিশু সহ বৃদ্ধ মানুষ গুলো। তাদের কষ্টের সীমা নেই।এভাবে চলতে থাকলে মানুষ সহ অন্যান্য প্রাণি কুলেও বিপর্যয় নেমে আসতে পারে।
গরম থেকে পরিত্রান পেতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিস্কারের নামাজ আদায় করা হয়েছে। পড়া হচ্ছে বিভিন্ন দোয়া দরুদ। বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য বাড়ি বাড়ি গিয়ে বাড়ির উঠানে পানি ঢেলে বৃষ্টির জন্য জারি সারি গান গেয়ে কাঁদা মাঠিতে গড়াগড়ি খাচ্ছে।
তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশে হিট এলার্ট জারি করা হচ্ছে। অত্যাধিক গরমে মানুষ স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হচ্ছে। বৃদ্ধি পাচ্ছ সর্শি-কাশি ও অস্বাভাবিক জ্বর। ফলে জনজীবনে নেমে এসেছে এক বিপর্যয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে গরম থেকে পরিত্রাণের জন্য মুনাজাত করা হয়েছে। এক দুই দিনের মধ্যে তাপমাত্রা কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
অতিরিক্ত তাপদাহের কারণ বন্ধ ঘোষনা করা হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখা পড়া। একটা দেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে যে পরিমাণ বন ভূমি প্রয়োজন আমাদের দেশে তা নেই। তারপরও থেমে নেই গাছকাটা।
নির্বিচারে নিধন করা হচ্ছে দেশের বনভূমি।নির্বিচারে গাছ কেটে বনাঞ্চল ধ্বংস করার ফলে দেশে বিরান ভুমিতে পরিনত হয়েছে।
এবিপর্যয় থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ, রাস্তাঘাট, পতিত ভুমিতে পযাপ্ত পরিমানে গাছ রোপন করা খুবই জরুরী। আসুন পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপন করে প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করি।
৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ ঘন্টা ১২ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
২০ ঘন্টা ৩ মিনিট আগে