বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি প্রতিপাদ্যে জয়পুরহাটে দুই দিন ব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেকক্টরেট চত্তরে বেলুন উরিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৃপ্তি কনা মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে মোট ৩২ টি স্টল বসেছে।