শিক্ষাগুরুর দীক্ষা
মোহাম্মদ ইলিয়াছ
◾◾◾
যিনি সদা চলতে শেখান উচ্চ রেখে শির
বিপদ এলে থাকতে বলেন খুবই ধীরস্থির
ন্যায়ের সাথে গড়তে জীবন দেন যে যিনি শিক্ষা
যার পরশে জীবনভরে মেলে অধিক দীক্ষা।
তিনি হলেন জ্ঞানের মশাল হাতে নেয়া বীর
মরুর বুকে দেন ছড়িয়ে শান্ত শীতল নীর
বীরের বেশে লড়তে শেখার শিক্ষা তিনি দেন
বিনিময়ে শ্রদ্ধাবোধ আর সুনাম কেড়ে নেন।
ভালোমন্দের ফারাক যিনি বুঝতে শেখান ভালো
তাঁর পরশে দূর হয়ে যায় জগতের সব কালো
এতো এতো গুণে যিনি ছড়ান আলোকদ্যুতি
শেখান তিনি শিক্ষা দিয়ে বুঝতে অনুভূতি।
তিনি হলেন জাতি গড়ার মহান কারিগর
আঁধার দূরে ঠেলে দেয়া সুপ্ত দিবাকর
তাঁর আলোতে পাই খুঁজে পাই জীবন গড়ার শিক্ষা
ভক্তি নিয়ে আগলে ধরি তাঁরই দেয়া দীক্ষা।
১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২১ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
২৭ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে