প্রবাস ডেস্ক :
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তথা বাংলাদেশ সরকারের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলে অবশেষে ৪ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন শ্রমিক নিয়োগ শুরু হয়েছে।
আজ ৯ আগস্ট ভোর ৫:২২ মিনিটে বাংলাদেশ থেকে ৫৩ জন কর্মী নিয়ে এয়ার এশিয়ার একটি ফ্লাইট কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার গোলাম সারোয়ার বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান। এ সময় হাই কমিশনের শ্রম উইংয়ের মিনিস্টার নাজমুস সাদাত সেলিমসহ মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ও দুই দেশের গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার জিমাত জায়া নামক একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উক্ত কর্মীরা নিয়োগ লাভ করেছেন। মালয়েশিয়ার সরকারের নতুন বেতন কাঠামো অনুযায়ী তারা প্রতিমাসে অন্তত পক্ষে ১৫০০ মালয়েশিয়ান রিংগিত অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা বেতন পাবেন। তাছাড়াও তারা মালয়েশিয়ার আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ওভার টাইম, বিনামূল্যে বাসস্থান, স্বাস্থ্যবীমা, কর্মস্থলে দুর্ঘটনাজনিত বীমাসহ অন্যান্য সব সুবিধা প্রাপ্য হবেন।
৬৮০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৮১ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৬৮৮ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৯৫ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৬৯৬ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৭০৩ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭০৩ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
৭০৬ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে