জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার হলহলিয়া গ্রামে স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা মামলার আসামি জামাতা রুবেল কে গ্রেফতার করেছে পুলিশ।
রুবেল তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহপোষণ করতো এবং বিদেশ থেকে শাশুড়ির পাঠানো টাকা নেবার জন্য তার স্ত্রীকে চাপ দিতো। ঘটনার দিন তার স্ত্রীর মোবাইলে অপরিচিত কল আসতে দেখে তর্ক-বিতর্কের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে খালা আলেয়া বেগম এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর খালাতো শ্যালক নিরব দ্রুত এসে বাধা প্রদান করলে তাকেও জখম করে ছুরি নিয়ে পালিয়ে যায় রুবেল।
পরে স্থানীয়রা তাদেরকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন এবং মিতুকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে রেফার্ড করলে বগুড়া নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আকেলপুর থানায় একটি হত্যা মামলা রুজ হলে গতকাল রোববার (০২ জুন) বগুড়ার জেলার সুখানপুকুর ইউনিয়নের মাসুন্দি গ্রাম থেকে রুবেলকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে ১৬৪ ধারা মতে জবানবন্দির জন্য আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (০৩ জুন) বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ ঘন্টা ৩ মিনিট আগে
৮ ঘন্টা ৪ মিনিট আগে
৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ ঘন্টা ৫৯ মিনিট আগে