ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার লক্ষ্যে কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠন এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে বুধবার (৫জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর ও ভাড়াশিমলা ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে রিমাল দুর্গতদের মাঝে হাইজিন সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে জানিয়ে বিন্দু'র প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ সাইমা আঁখি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় স্বচ্ছ প্রক্রিয়ায় রিমাল দুর্গত দুস্থ পরিবারকে বাছাই করা হবে।
নির্বাচিত ৪ টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৪শ' জনকে 'সার্ভিয়াল অ্যাসিস্ট্যান্স ফর সাইক্লোন রিমাল অ্যাফেক্টেড ফ্যামিলিস ইন দ্যা কোস্টাল ডিস্ট্রিক্ট (SARA) এর আওতায় গৃহীত প্রকল্পের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিন্দু নারী উন্নয়ন সংগঠন।
প্রকল্প অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন বিন্দু'র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, বিন্দুর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন, ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার উদ্যোগ নেয়ায় ওই পরিবারগুলো উপকৃত হবে। প্রকৃত ভুক্তভোগী যাচাইবাছাই করে তাদের সহায়তা করার জন্য তিনি প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
২২ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে