“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার (৮জুন) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মঈদ উদ্দিন, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সাংবাদিক বেনজীর রহমান, খায়রুল ইসলাম, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ। আলোচনা সভায় জমি নামজারিতে কৃষকদের হয়রানি বন্ধ করার আহবান জানানো হয়।