চট্টগ্রামে পূবালী ব্যাংক পিএলসি খাতুনগঞ্জ শাখা থেকে ৯২ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আমদানীকারককে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
১০ জুন (সোমবার) রাতে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ। গ্রেপ্তারকৃত আমদানীকারক হলেন নুরুল আলম (মাস্টার)। চট্টগ্রামস্থ খাতুনগঞ্জের মেসার্স এ জামান এন্ড ব্রাদার্স এর মালিক।
মামলা সূত্রে জানা যায়, খাতুনগঞ্জ শাখা থেকে ২০১১ সালে ৪১ কোটি ৯২ লাখ টাকা ঋন নেন তিনি। কিন্তু কয়েক মাস কিস্তি দিয়ে ঋন আর পরিশোধ করেনি। পরিশোধের জন্য চেক দিলেও তা প্রত্যাখান হয়। পরে আত্মসাৎকৃত টাকা উদ্ধারে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালতের যুগ্ম জজ মুজাহিদূর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে এবং ৫ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
১ ঘন্টা ৩২ মিনিট আগে
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ ঘন্টা ৩৩ মিনিট আগে