◾ নিউজ ডেস্ক
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনের সচিব জাহাঙ্গীর আলম আরো জানান, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আগামী সোমবার ঘোষণা করা হবে।
তিনি জানান, ২৭ ডিসেম্বর ৫টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোর বনপাড়া।
এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন।
সর্বশেষ এই সিটিতে নির্বাচন হয় ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।
১ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ দিন ৫৭ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে