মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) ও নাজদিক এর আয়োজনে 'প্রজনন স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি' শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠান বুধবার (২৬ জুন) সকাল ১০টায় উত্তরসুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) শুরু হয়ে বেলা সাড়ে ৩টায় শেষ হয়।
সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর পরিচালক ফিলিপ গাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল ওয়াজেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, নাজদীক এর উপদেষ্টা কাত্যিয়ানী চান্দোলা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা রামভোজন কৈরি, বিসিএসইউ এর সহ-সভাপতি জেসমিন আক্তার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএসইউ) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত এবং সাংবাদিক-কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন মাছরাঙা টেলিভিশন এর মৌলভীবাজার প্রতিনিধি তমাল ফরদৌস দুলাল, বিশ্বজিত ভট্টাচার্য বাপন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা এবং জুড়ী ভ্যালির সহসভাপতি শ্রীমতি বাউরি।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সদস্য সাইফুল ইসলাম, সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মাহবুবুর রহমান রাহেল, ভাস্কর হোম এবং কাওছার আহমেদ রিয়ন।
অনুষ্ঠানে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর পরিচালক ফিলিপ গাইন বলেন, প্রকল্পের সারসংক্ষেপ হলো, প্রজনন স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওতায় মৌলভীবাজারের ১০টি চা বাগান থেকে নির্বাচিত ২৫ জন (২০ জন নারী ও ৫ জন পুরুষ) চা শ্রমিক ও নেতৃস্থানীয় সদস্যদের জন্য পাঁচটি আবাসিক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালাগুলো নাজদিক-এর সহায়তায় সেড ডিসেম্বর ২০২৩ থেকে জুন ২০২৪ এর মাঝে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আয়োজন করে। প্রকল্পটি ছোট হলেও এর পুরো সময়জুড়ে এর সাথে স্থানীয় প্রশাসন ও সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাগণ যুক্ত ছিলেন।
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ ঘন্টা ২৯ মিনিট আগে
২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২২ ঘন্টা ৪১ মিনিট আগে
২২ ঘন্টা ৪২ মিনিট আগে
২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে