নোয়াখালী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স মাঠে আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম পিপিএম জানান পুলিশ লাইন্স মাঠে আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল খেলা আরম্ভ হবে আগামী ০৫ নভেম্বর থেকে। ফুটবল খেলা দেখতে তিনি সকলকে আমন্ত্রত জানান।
আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল খেলার সময় সূচী বর্ণিত হলোঃ
০৫/১১/২২ খ্রি: সময় বিকাল ০৩:০০ ঘটিকা সুধারাম মডেল থানা বনাম চাটখিল থানা।
০৬/১১/২২ খ্রি: সময় বিকাল ০৩:০০ ঘটিকা বেগমগঞ্জ মডেল থানা বনাম হাতিয়া থানা।
০৭/১১/২২ খ্রি: সময় বিকাল ০৩:০০ ঘটিকা সেনবাগ থানা বনাম কবিরহাট থানা।
০৮/১১/২২ খ্রি: সময় বিকাল ০৩:০০ ঘটিকা সোনাইমুড়ী থানা বনাম পুলিশ লাইন্স নোয়াখালী।
০৯/১১/২২ খ্রি: সময় বিকাল ০৩:০০ ঘটিকা চাটখিল থানা বনাম কোম্পানিগঞ্জ থানা।
১০/১১/২২ খ্রিঃ সময় বিকাল ০৩:০০ ঘটিকা বেগমগঞ্জ থানা বনাম পিটিসি নোয়াখালী।
১১/১১/২২ খ্রিঃ সময় বিকাল ০৩:০০ ঘটিকা চরজব্বর থানা বনাম কবিরহাট থানা।
১২/১১/২২ খ্রিঃ সময় বিকাল ০৩:০০ ঘটিকা সোনাইমুড়ী থানা বনাম ভাসনচর থানা।
১৩/১১/২২ খ্রিঃ সময় বিকাল ০৩:০০ ঘটিকা সুধারাম থানা বনাম কোম্পানিগঞ্জ থানা।
১৪/১১/২২ খ্রিঃ সময় বিকাল ০৩:০০ ঘটিকা পিটিসি নোয়াখালী বনাম হাতিয়া থানা।
১৫/১১/২২ খ্রিঃ সময় বিকাল ০৩:০০ ঘটিকা সেনবাগ থানা বনাম চরজব্বর থানা।
১৬/১১/২২ খ্রিঃ সময় বিকাল ০৩:০০ ঘটিকা ভাসনচর থানা বনাম পুলিশ লাইন্স নোয়াখালী।
১ম সেমিফাইনাল : ১৮/১১/২২ খ্রিঃ সময় বিকাল ০৩:০০ ঘটিকা : এ গ্রুপ, চ্যাম্পিয়ন বনাম বি গ্রুপ চ্যাম্পিয়ন।
২য় সেমিফাইনাল : ১৯/১১/২২ খ্রি: সময় বিকাল ০৩:০০ ঘটিকা : সি গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ডি গ্রুপ চ্যাম্পিয়ন।
ফাইনাল : ২১/১১/২২ খ্রি: সময় বিকাল ০৩:০০ ঘটিকা : প্রথম সেমিফাইনাল বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী।