টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে প্রকট হয়ে উঠছে পরিবহণ সংকট।

শিক্ষাঙ্গন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে প্রকট হয়ে উঠছে পরিবহণ সংকট। জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম মাত্র তিনটি বাস। ছাত্র-ছাত্রীদের জন্য কলেজে পর্যাপ্ত বাস না থাকায় এ সংকট প্রকট আকার ধারণ করেছ ফলে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। তাদের অভিযোগ কলেজ প্রশাসনের উদাসীনতার কারণে বাস সংকট নিরসন হচ্ছে না।

কলেজ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিএম কলেজে তিনটি বাস রয়েছে। এ তিন বাসের মাধ্যমেই মূলত শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাতায়াত করে। বাসগুলো বাকেরগঞ্জ, ঝালকাঠি ও গৌরনদীর রুটে চলে। প্রতিদিন সকালে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে আসে এবং ক্লাস শেষ আবার দিয়ে আসে । 

শিক্ষার্থীদের অভিযোগ, বিএম কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী বাড়ি থেকে এসে ক্লাস করে থাকেন। পরিবহণ সংকটের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে লোকাল বাসে যাতায়াত করে। এ ধরনের পরিস্থিতিতে বিভিন্নসময় দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনাও ঘটেছে। তবুও কলেজ কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কলেজ পরিবহণ কম থাকায় অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারেন না। 

কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া বলেন, পদ্মাসেতু হওয়ার পরে ঢাকা মাওয়া বরিশাল হাইওয়ে খুবই ভয়ংকর উঠে। এই রুটে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই রোডে এক্সিডেন্ট লক্ষ্য করা যায়। কলেজ বাস সংকটের কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে লোকাল বাসে আমাদের কলেজে যেতে হয়। আমাদের এই রোডে মাত্র একটি কলেজ বাস চলাচল করে। কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,তারা যেন আমাদের এই রোডে আরো অন্তত কয়েকটা বাস যুক্তকরা হোক।

এবিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল হক বলেন, পরিবহণ সংকট নিরসনের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আসা করছি খুব শীঘ্রই পরিবহণ সংকট সমস্যা নিরসন হয়ে যাবে।


আরও খবর