জয়পুরহাটের গোপালপুর থেকে বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল রাতে মাদক চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর থানাধীন গোপালপুর এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে
মাদক ক্রয়-বিক্রয়ের সময় পন্ডিতপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর (৪২) কে ৮ হাজার ২শত ৭৯ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে এবং তার সহযোগী পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আল মাহমুদ (৩৫) কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাতক আসামী আল মাহমুদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে গ্রেফতারকৃত জাহাঙ্গীরের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।