নোয়াখালীর সেনবাগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল আলম দিপু'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০১ জুলাই ) নোয়াখালী সেনবাগের প্রিন্ট ও ইলোকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিকেল ৫টায় নিজ কার্যালয়ে মতবিনিময় করেছেন, সেনবাগ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দিপু।
উল্লেখ্য নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম দিপু গত ১২ জুন শপথ গ্রহণের পর গত ১৩ জুন দায়িত্বভার গ্রহণ করেন। এরপর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সুস্থ্য হয়ে তিনি আজ প্রথম অফিস করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন, সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ফখর উদ্দিন, ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, আমির হোসেন লিটন, আবু জাহের জুয়েল, মোঃ হারুন, নিজাম উদ্দিন খন্দকার, মোঃ হাবিবুর রহমান হারুন, মোহাম্মদ সফিকুজ্জামান সিমু সহ সেনবাগে কর্মরত সাংবাদিক বৃন্দ।
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ ঘন্টা ৭ মিনিট আগে
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৭ মিনিট আগে