সাতক্ষীরা আশাশুনির বুধহাটা কলেজের অধ্যক্ষ মোহিত কুমার দাশের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
বুধবার ৩রা জুন কলেজ চলাকালীন সময়ে অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অফিস সহকারীর কক্ষে বসে পরীক্ষার ফলাফল তৈরীর কাজ করতে থাকেন, এসময় অধ্যক্ষ এসে ধমক দিয়ে তিনি কেন এই রুমে এবং অতঃপর রুম থেকে বের হয়ে যেতে বলেন। পরবর্তীতে অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অন্যান্য শিক্ষকদের সাথে ঘটনাটি অবহিত করলে সাথে সাথে শিক্ষকবৃন্দ অধ্যক্ষের কাছে ছুটে যান এবং ঘটনার কারন জানতে চাইলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালি গালাজসহ হুমকি দিতে থাকেন।
এসময়ে কয়েকজন শিক্ষককে চাকুরিচ্যুত করার হুমকি প্রদান করলে এক পর্যায়ে সকল শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়ান তিনি। অধ্যক্ষ মোহিত কুমার দাশ ঘন্টাব্যাপী প্রভাষক জাকির হোসেনকে মানসিকভাবে অপদস্ত করা, চাকুরিচ্যুত করাসহ মারমুখী হলে প্রভাষক জাকির প্রচন্ডভাবক অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে তার সহকর্মীরা তাকে এম্বুলেন্স সহযোগে সাতক্ষীরা ইসলামি হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি সাতক্ষীরা ইসলামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উক্ত কলেজের শিক্ষকরা জানান, অধ্যক্ষ স্যার প্রায় এরকম আচরণ করে থাকেন, আজকে জাকির স্যারকে হুমকি, অপদস্ত ও কয়েক বার মারতে যান। স্যারের আচরণ ও কার্যক্রম কোন ভাবেই শিক্ষকসুলভ নয়।
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ ঘন্টা ২১ মিনিট আগে