বিএনপি অফিস অগ্নিসংযোগ ও হামলা, সাবেক এমপি সারোয়ার কবিরের জামিন নামঞ্জুর বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সিলেটের জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসায় দাওরায়ে হাদীসের উদ্বোধন ও ইফতেতাহী দরস সম্পন্ন দুপুর পযর্ন্ত কক্সবাজারে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত অপারেশন ডেভিল হান্ট, শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার খালেদ জুয়েল'র থাবা থেকে মানুষ মুক্তি চেয়ে মানববন্ধন ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত পরিবারের পাশে ইউএনও আশরাফুল আলম রাসেল নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ চৌদ্দগ্রাম কাশিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবির শিক্ষা উপকরণ ও নাস্তা বিতরণ করেন আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পথচারী নিহত গোয়ালন্দে পৃথক পৃথক অভিযানে ৭২ পুরিয়া হেরোইন সহ ২ মাদক কারবারি আটক। বাঙালীয়ানা সাঁজে ইবিতে বর্ষবরণ লাখ টাকা নিয়েও মাহফিলে না আসায় মুফতি বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে প্রতারণার মামলা সাতক্ষীরায় ট্রাক ভর্তি ৮ কোটি টাকার ভারতীয় পন্য আটক করেছে বিজিবি ক্ষেতলালে কৃষকদলের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি জাকির, সেক্রেটারি শারফুল ইসলাম সাতক্ষীরা পৌরসভার সকল জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে ভূয়া র‍্যাব সদস্য গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুর থেকে দু'জন ভূয়া র‍্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-০৫। এ সময় তাদের কাছ থেকে র‍্যাব জ্যাকেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গা থানার বাসুদেবপুর বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে তরিকুল ইসলাম ওরফে সোহাগ (২৭) ও জয়পুরহাটের আক্কেলপুর থানার চকবিলা এলাকার মনোয়ার হোসেনের ছেলে নাইম হোসেন (২০)।

রবিবার (১৪ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, তরিকুল ও নাইম জনৈক আজিজুল নামে এক ব্যক্তির নিকট বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে চাকুরী দেওয়ার নামে ১২ লাখ টাকার বিনিময়ে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে গতকাল বিকেলে আক্কেলপুর থানাধীন মাস্টারপাড়া এলাকার জনৈক আজিজুল এর কাছ থেকে বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদের পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে অগ্রিম ২৬ হাজার ৩০০টাকা দাবী করলে তার মনে সন্দেহের সৃষ্টি হলে সে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল গাড়ি দেখে দৌড়ে এসে বিষয়টি অবগত করলে টহল দল র‍্যাব সদস্য পরিচয়ে প্রতারক চক্রের মূলহোতা তরিকুল এবং তার সহযোগী নাইম কে আটক করে। এ সময় তাদের মোটর সাইকেলের সিটের নিচ থেকে একটি ‌র‍্যাব কটি এবং তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

তারা সাধারণ জনগণের কাছে নিজেদেরকে র‍্যাব সদস্য ও বিমান বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে র‍্যাব সদস্য পরিচয়ে র‍্যাবের পোশাক (কটি) ব্যবহার করে অপরাধ করে আসছিল। মুলহোতা তরিকুল নিজেকে বাংলাদেশ পুলিশের এসআই ও বর্তমানে ‌র‍্যাব-৫, রাজশাহী, নাটোর ক্যাম্পে এবং প্রতারক চক্রের সদস্য নাইম বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে কর্মরত আছেন বলে বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের কাছে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে  আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও খবর