কারফিউ শিথিল হওয়ায় বাজারে বিভিন্ন ধরনের সবজি পর্যাপ্ত উঠতে শুরু করেছে। সাতক্ষীরা শহরে সবজি বাজার ঘুরে জানা যায়, বাজারে সবজি উঠতে শুরু করায় গত এক সপ্তাহে আগের চেয়ে দাম কিছুটা কমেছে। তবে বাজারে সবজি পর্যাপ্ত উঠলেও নিম্ন আয়ের মানুষ ক্রয় করতে পারছেন না। দাম এখনও নাগালের বাইরে। তারা সবজি ক্রয় করতে হিমশিম খাচ্ছেন। জানা যায়, বাজারে সবজি প্রতি কেজি পটল ৪০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, কুমড়া ৩০ টাকা, করল্লা উচ্ছে ১০০ টাকা, বেগুন ৫০ টাকা, পল্লা ৩০ টাকা, লাউ ৩০ টাকা পিচ, ওল ৮০ টাকা, কলা ৫৫ টাকা, কচু ৫০ টাকা, পুঁইশাক ১৫ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, কাচা মরিচ ১০০ টাকা, কচুরমুখি ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাকরোল ৫০ টাকা, কচুর লতি ৫০ টাকা, টমেটো ১২০ টাকা, বরবটি ৪০ টাকা, গোল আলু ৬০ টাকা। তবে গোল আলুর দাম কমেনি।
গত সপ্তাহে বাজারে সবজি প্রতি কেজি খুচরা দাম ছিল পটল ৫০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, কুমড়া ৩০ টাকা, করল্লা উচ্ছে ১২০ টাকা, বেগুন ১২০ টাকা, পল্লা ৪০ টাকা, লাউ ৪০ পিচ, ওল ১২০ টাকা, কলা ৬০ টাকা, কচু ৬০ টাকা, পুঁইশাক ২০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, কাচা মরিচ ৩০০ টাকা, কচুরমুখি ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, বরবটি ৬০ টাকা, আলু ৬০ টাকা। সাধারণ সবজির ব্যবসায়ীরা জানান, কারফিউ শিথিল হওয়ায় সবজি বাজারে উঠতে শুরু করেছে। তবে গত সপ্তাহের চেয়ে সবজির দাম কিছু কমেছে। গোল আলুর দাম কমেনি।
সাধরণ ক্রেতারা জানান, গত সপ্তাহের চেয়ে সবজির দাম কিছুটা কমলেও এখনো নিম্ন আয়ের মানুষ সবজি ক্রয় করতে পারছেন না।
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ ঘন্টা ২১ মিনিট আগে