গণহত্যা, গণগ্রেপ্তার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে নাগেশ্বরীতে সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার (৩ আগস্ট) নাগেশ্বরী ডি এম স্কুল থেকে এই মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটি নাগেশ্বরী স্টান হয়ে কলেজ মোর দিয়ে প্রধান সড়কে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে। এবার স্টান হয়ে ডি এম স্কুলের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্ররা বলেন, ‘পুলিশ আমাদের ভাই, আমরাও তাদের ভাই। আমাদের মতো পুলিশেরও সন্তান আছে, ভাই আছে, বোন আছে। আমরা তাদের অনুরোধ করব, আমাদের মতো নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালাবেন না। আমরা আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে রাজপথে নেমে এসেছি, আপনার আমাদের সহযোগিতা করুন।
তারা আরো বলেন, ‘আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলেছে আমরা তার সুষ্ঠু তদন্ত চাচ্ছি। একই সঙ্গে ছাত্র হত্যাকাণ্ডসহ যে ৯ দফা দাবি ছাত্রসমাজের পক্ষ থেকে দেওয়া হয়েছে সরকার যেন সেগুলো মেনে নেয়। যদি এই ৯ দাবি মেনে না নেওয়া হয় তাহলে সারা দেশে আমরা ছাত্রসমাজ আরো দুর্বার আন্দোলন ঘুরে তুলব।
৩ ঘন্টা ২১ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে
৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ১০ মিনিট আগে
৫ ঘন্টা ১২ মিনিট আগে