সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
সোমবার (৫ আগস্ট) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ।
সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে সজীব ওয়াজেদ জয় জানান, তার মা গতকাল রোববার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা জোর দেওয়ার পর তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন।
জয় আরও বলেন, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।
বিক্ষোভকারীদের দমনে শেখ হাসিনা সরকার কঠোর মনোভাব দেখিয়েছে এই অভিযোগ অস্বীকার করে জয় আন্দোলনকারীদের ইঙ্গিত করে বলেন, আপনারা দেখেছেন, রবিবার ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। যখন কেউ পুলিশকে হত্যা করে, তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?
১ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে