অবহেলার পাত্র নাকি সভ্যতার স্থপতি? আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় কাউন্টারকে জরিমানা আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন দই-মিষ্টির দোকানে জরিমানা শার্শায় জামাল হত্যার মামলায় আরও এক আসামি আটক লালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যের জমি নিয়ে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ লালপুরে মসজিদের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়।। সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে 'পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ' এর বহুমুখী উদ্যোগ। বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা,ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত : তদন্ত কমিটি গঠন আশাশুনির বিছটে ভাঙ্গন রোধে রিংবাঁধের কাজ সম্পন্ন, স্বস্তি ফিরেছে বানভাসীদের নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন

মৌলভীবাজার মিরপুর হুসাইনিয়া আরবিয়া মাদরাসার মসজিদে আওয়ামী সন্ত্রাসী হামলায় মুসল্লি-ছাত্রসহ আহত-১০

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর এলাকায় অবস্থিত হুসাইনিয়া আরবিয়া মাদরাসার মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জুবের আহমদ (৫২) ও তার ভাই জুনেদ আহমদ (৫২) এর বিরুদ্ধে।

মাদরাসা ও মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মিরপুর হুসাইনিয়া আরবিয়া মাদরাসা ও মসজিদ দখল নিতে স্থানীয় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে নানা ধরণের ষড়যন্ত্র ও হীন প্রচেষ্টা চালাচ্ছে। যুগ যুগ ধরে এ মাদরাসার পরিচালনা করে যাচ্ছেন কওমি আলেমরা। এলাকার আওয়ামী সন্ত্রাসী জুবের গংরা মাদরাসা-মসজিদকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মাদরাসার কমিটি এবং মুহতামিমের বিরুদ্ধে নানা ধরণের মিথ্য অভিযোগ এবং ষড়যন্ত্র করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ আগস্ট) জুমআর নামাজের পূর্বে জুবের আহমদের নেতৃত্বে তার ভাইসহ সংপাঙ্গরা দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক ও লাটি নিয়ে মসজিদ প্রাঙ্গণে অবস্থান করেন। মসজিদে নামাজ পড়াতে আসা ইমাম, মাদরাসার শিক্ষকসহ মুসল্লিরা যখন মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করা শুরু করলেন তখনই তারা ইমাম-মুসল্লিদের উপর হামলা করেন। এসময় তাদের হামলায় মুসল্লি, মাদরাসার ছাত্র-শিক্ষকসহ অন্তত ১০জন আহত হন।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুত্বর আহত ৪ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতরা হলেন, আব্দাল মিয়া, আজমাল মিয়া, সালমন আহমদ ও আব্দুল ওয়াদুদ।

মাদরাসার প্রাক্তন পরিচালক মাওলানা আজফার খান বলেন, মাদরাসা দখলের জন্য মিরপুর এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জুবের আহমদের নেতৃত্বে এ হামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র মাদরাসাকে তাদের মতো করে চালাতে তৎপরতা চালায়। এমনকি প্রভাব খাটিয়ে তারা তাদের পছন্দ মানুষ দিয়ে কমিটিও করে। পরে মাদরাসাকে দখলে নেওয়ার হীন প্রচেষ্টা করে। এরই অংশ হিসেবে শুক্রবার মাদরাসার মসজিদে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। আমাদের মিরপুর গ্রামকে অশান্ত করে তুলেছে এসব সন্ত্রাসীরা। আমি কখনো দেখিনি এই গ্রামে এভাবে রামদা উঁচু করে কেউ সন্ত্রাসী হামলা করতে। ভিডিও এবং ছবিতে স্পষ্ট দেখা গেছে রামদা হাতে সালেহ আহমদ, তার ভাই জুবের আহমদ, জুনেদ আহমদসহ আরও বেশ কয়েকজনকে। মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদর উপর এমন বর্বর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি চাই।

মাওলানা আজফার আরও বলেন, তাদের হামলায় বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের কর্মী সালমানের মাথার হাড় ভেঙ্গে গেছে। গুরতর অবস্থায় সালমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হানপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে মিরপুর হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আছআদ আল হোসাইন বলেন, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এলাকার আওয়ামী সন্ত্রাসী জুবের আহমদের নেতৃত্বে দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক ও লাটি নিয়ে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও ছাত্রদের উপর হামলা চালানো হয়। হামলা গুরুতর ৪জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন বলেও মাওলানা আছাদ জানান। 

আরও খবর