নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত হয় চাটখিল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আগামী ২০ নভেম্বর ২০২২ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এ বর্ধিত সভা দলীয় নেতা-কর্মীদের কাছে গুরুত্ব পাচ্ছে।