জয়পুরহাটে সাত বছরের শিশু দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্র তাওহীদ শামীম শুভকে অপহরণের পর হত্যা মামলায় রেজাউল করিম ফকির নামে এক ব্যক্তিকে ফাঁসি ও একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২১ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকার সাত্তার ফকিরের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ মার্চ কালাই উপজেলার মুন্সিপাড়া গ্রামের আব্দুল গফুর তোতার শিশু পুত্র স্থানীয় কাকলী শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শুভ (৭) বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার এক পর্যায়ে নিখোঁজ হয়।
পরে অনেক খোঁজাখুজি করে তাকে না পাওয়া গেলে শিশুটির মা আলেয়া খাতুনকে বিকেল ৩ টায় ফোনে অপহরণের কথা জানানো হলে পিতা আব্দুল গফুর তোতা বাড়িতে এসে স্ত্রী আলেয়া খাতুনের দেওয়া তথ্য মোতাবেক আসামির ফোন করা মোবাইল নম্বরসহ কালাই থানাকে অবহিত করলে পরের দিন বিকেলে বাড়ির পাশে খড়ের গাদার ভেতরে শিশু শুভর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত শিশুর পিতা আব্দুল গফুর বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করলে ফোন কল লিস্টের সূত্র ধরে আসামি রেজাউল করিম ফকির কে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) গকুল চন্দ্র মন্ডল জানান,সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ ও আদালতে রেজাউল করিম ফকিরের ১৬৪ ধারায় প্রদানকৃত স্বীকারোক্তি মূলক জবানবন্দি পর্যালোচনা শেষে আজ বুধবার দণ্ডবিধির ৩০২/২০১ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা ও মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখে মৃত্যুদন্ড কার্য্যকর করার নির্দেশনা প্রদান করেন।
১৫ ঘন্টা ২০ মিনিট আগে
১৭ ঘন্টা ১১ মিনিট আগে
১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
১৯ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে