বাংলাদেশের সর্বপ্রথম জেলা ডিজিটাল শহর যশোর জেলার, অভয়নগর থানাধীন সবুজে শ্যামলে ঘেরা ভূলাপাতা নামক গ্রামে জন্মগ্রহণ করেন।ঈশ্বরনিবাসি মৃত : অতুল মন্ডল এবং মৃত : সরলা মন্ডলের একমাত্র পুত্র ছিলেন পঞ্চানন মন্ডল।
হতভাগা পুত্র হিসাবে ১৮ মাসের সময়ে হারান নিজের পিতা( জন্মদাতা )কে এবং আনুমানিক ০৯ বছর বয়সে হারান নিজের মা (জন্মদাত্রী )কে। পিতা, মাতা হারানোর পর অনেক কষ্টে, নিজের বাড়ি এবং মামার বাড়িতে কেটেছে তার শৈশব। অনেক অনাদর, অবহেলা এবং অনেক চাপা কষ্ট বুকে নিয়ে মামার বাড়ির সহচর্যে বড় হয়েছিলেন তিনি। পেশা হিসাবে বেছে নিয়েছিলেন বিভিন্ন কাজ পিতা মাতার রেখে যাওয়া সম্পদের মাধ্যমে। যাত্রাপালা, ধানের ব্যবসা, ঘেরের ব্যবসা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছেন তিনি।
ব্যাক্তিজীবনে তিনি রেখে গেছেন পুত্র এবং কন্যাকে। তার ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাঁর পুত্র একাধারে তিনি সাংবাদিক, লেখক, কলামিস্ট ও বটে এবং মেয়ে ছিলেন হাই স্কুল শিক্ষকতার পেশায় নিয়োজিত। বার্ধক্যজনিত কারণে হঠাৎ করেই প্রায় ৬৫ বছর বয়সে ১২. ০৮. ২০২৪ তারিখে মারা গেলেন তিনি।
সর্বশেষ, তার বিদেহি আত্মা যাতে স্বর্গপ্রাপ্তি হন সেই প্রার্থনা করেছেন তার শোকসন্তোপ পরিবার।
১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে