জয়পুরহাট র্যাব ক্যাম্পের অভিযানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছাঃ কুলসুম কে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোছাঃ কুলসুম (৩৫) লক্ষীপোল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
শুক্রবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল লক্ষীপোল বুজরুক এলাকা থেকে কলা বাগানের ভিতর মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাটির নিচে অভিনব কায়দায় মজুদ করে রাখার সময় মোছাঃ কুলসুম কে গ্রেফতার করে এবং তাঁর স্বামী জলিল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে কুলসুম এর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ২৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পলাতক জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্ত্রী কুলসুমের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ ঘন্টা ২২ মিনিট আগে
৪ ঘন্টা ২৫ মিনিট আগে