পঞ্চগড়ে এতিমখানায় শিশুকে বলাৎকার, মাদ্রাসার শিক্ষক আটক। নন্দীগ্রামে ১৩৫০ কৃষক পেলো বিনামূল্যে বীজ ও সার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহী কলেজে একই দিনে ছাত্রশিবির ও ছাত্রদলের ইফতার মাহফিল ডোমারের হরিণচড়ায় ভিজিএফ চাল বিতরণ ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ক্ষেতলালে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিঙ্গেল সিটের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ, প্রশাসনের দাবি হলে নেই পর্যাপ্ত সিট নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীনকে জোড় করে ধর্ষণ অলিগলিতে টহল বাড়াবে পুলিশ : ডিএমপি কমিশনার দেশে সোনার দাম ফের বেড়ে ইতিহাসের সর্বোচ্চ হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সেলিম বেঙ্গলের সৌজন্যে ঈদ উপহার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে আস্থা প্রকল্পের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে আস্থা প্রকল্পের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইফতার মাহফিল বাকৃবির রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হিন্দুদের ওপর হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মোংলায় শিক্ষানুরাগী নেতা শহীদ আব্দুল বাতেন স্মরণসভা

নাজিরপুরে বাজারের রাস্তা উম্মুক্ত করলেন স্থানীয় ব্যাবসায়ীরা ও বহোতা সৃজন সংঘ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া বাজারের রাস্তার গলি বন্ধ করে দোকান ঘর নির্মাণ এবং ভাড়া দেওয়ার  অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাজারের  কয়েকটি ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও ১৯৯৪ সালে স্থাপিত বহতা সৃজন সংঘ নামের একটি সামাজিক সংগঠনের অফিস দীর্ঘদিন বন্ধ থাকে। বিষয়টি নিয়ে বারবার সাবেক সংসদ সদস্য ও তার ভাই নজরুল ইসলাম বাবুলের কাছে রাস্তা বন্ধ করে নির্মাণ করা তাদের ঘরটি সরাতে বললে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েও ক্ষমতার প্রভাবে সময় ক্ষেপন করতে থাকে।

ব্যাবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করে (৩১ আগস্ট) শনিবার বেলা ১১ টায়  বহোতা সৃজন সংঘের সদস্যরা বাজারের ব্যাবসায়ীদের সাথে নিয়ে অবৈধ ঘরটি সরিয়ে বাজারের রাস্তার গলি উম্মুক্ত করেন বলে জানান স্থানীয় লোকজন। এ বিষয়ে বহোতা সৃজন সংঘের সভাপতি মীর মিজানুর রহমান লিটন সংবাদ প্রতিনিধিকে বলেন,দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে আমাদের বাজারের একটি গলি দখল করে রাখে স্থানীয় সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ভাই এস এম নজরুল ইসলাম বাবুল।বিষয়টি বারবার সাবেক সংসদ সদস্যকে বলা হলেও কালক্ষেপণ করতে থাকে। বাজার উন্নয়নের প্রয়োজনে বাজার কমিটি ও স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় বাজারের শতাধিক লোক নিয়ে গলিটি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এখানের ব্যাবসায়ীকে অন্য ঘরে স্থানান্তর করা হয়েছে।তারাবুনিয়া বাজারের সভাপতি মোঃ আঃ ছালাম সেখ জানান,আমি তখন চেয়ারম্যানের অফিসে ছিলাম। চেয়ারম্যান বহতা সৃজন সংঘের লিপনকে ডেকে এনে বলছিলো এটা এখন না করলে হয়না? তখন সে ( লিপন) বলছে এটা মেঝো ভাই (সংসদ সদস্যের ভাই)  তো বলছিলো।এখান থেকে বাজারের গলি হবে এবং তার ঘর সরিয়ে নেবে।তাই এখন আমরা বাজারের প্রয়োজনে ঘর সরিয়ে ফেলে গলিটা উম্মুক্ত করতেছি বলে লিপন চলে যায়।


উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু জানান, আমি ওখানে উপস্থিত ছিলামনা। আমার পরিষদের অফিস শেষ করে বাড়ি ফেরার পথে ওখানে যে ঘরটি ছিল সেটা দেখি নাই। জায়গাটি ফাকা দেখেছি।

এবিষয়ে অভিযুক্ত এস এম নজরুল ইসলাম বাবুলের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

Tag