হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও বেঙ্গল গ্রুপের পরিচালক মোস্তফা সেলিম বেঙ্গলের সৌজন্যে ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে স্কুল প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ করা হয় তাদের। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাহানুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল।
বিশেষ অতিথি ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, আবুল হোসেন মডেল স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সাংগঠনিক সচিব শেখ আজহারুল ইসলাম, ইউসেপের টিম লিডার সোলায়মান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।