বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম পিপিএম জানান, নোয়াখালী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর ৬ষ্ঠ তম খেলায় অংশগ্রহণ করেন পিটিসি নোয়াখালী বনাম বেগমগঞ্জ মডেল থানা। উক্ত খেলায় পিটিসি নোয়াখালী ০১ - ০১ বেগমগঞ্জ মডেল থানা ড্র করেন এবং পয়েন্ট টেবিল থেকে প্রথম বার বিদায় নিলেন বেগমগঞ্জ মডেল থানা।
এসময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট ডিআইজি, পিটিসি নোয়াখালী রোকননুজ্জামান, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) দীপক জ্যোতী খীসা,নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল ) মোর্তাহীন বিল্লাহ, নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, পিপিএম, অফিসার ইনচার্জগণ ও আগত অতিথিগণ।