কক্সবাজারের কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বিতর্কিত উপ-সহকারী প্রকৌশলী আবুল হাসনাতকে অবশেষে বদলী করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর২০২৪) চট্টগ্রাম বিউবো (বিতরণ) দক্ষিনাঞ্চলের উপ-পরিচালক (প্রশাসন) আরিফুল হাসান স্বাক্ষরিত গত ৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত আদেশে তাকে বান্দরবান বিউবো’তে বদলী করা হয়।
উপসহকারী প্রকৌশলীর পদমর্যাদার আবুল হাসনাত ২০১৮ সালে যোগদানের পর থেকে প্রায় ৬ বছর আবাসিক প্রকৌশলীর দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, মিটার বাণিজ্যসহ সাংবাদিকদের পকেটে রাখার দম্ভোক্তি, ব্যবসায়িসহ বিভিন্ন গ্রাহকদের সাথে দুর্ব্যবহার ছিল নিত্যদিনের অভিযোগ।
কুতুবদিয়া বিউবো সূত্র জানায়, আবাসিক প্রকৌশলীর দায়িত্বে থাকা আবুল হাসনাতকে বান্দরবানে বদলী করা হয়েছে। ১১ সেপ্টেম্বরের মধ্যে তাকে কর্মস্থল থেকে অব্যাহতি নেয়ার নির্দেশ দেয়া হলে বুধবার (১১ সেপ্টেম্বর) উপ-সহকারী প্রকৌশলী ওয়ালিদ সিকদারের কাছে দায়িত্ব বুঝে দেন ।নতুন একজন সহকারী প্রকৌশলীকে কুতুবদিয়ায় দেয়া হয়েছে, তবে তিনি এখনো যোগদান করেননি বলে জানা গেছে।
৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬ ঘন্টা ২২ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে