ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় তার গ্রামের বাড়িতে শোকের মাতম ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক শিক্ষার্থীদের, পুলিশের বিচার দাবি হাটহাজারী-কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে - স্বাস্থ্য উপদেষ্টা সিরাজগঞ্জে জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ জানালেন সাইদুর রহমান বাচ্চু গোয়ালন্দে ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার রাজবাড়ীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ বৈষম্যবিরোধীদের "হত্যাকারী" বললেন ইবি ছাত্রদল আহ্বায়ক বাঘায় আম বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার লালপুরে পূজা মন্ডপে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে আহত ২, আটক ১ ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাগত জানালেন চসিক মেয়র জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চার্জ আহত অর্ধ শত হাসপাতালে ১০ চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃদপিণ্ড - প্রধান উপদেষ্টা মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে , রেকর্ড গড়েছে গাড়ি আমদানিতে পুলিশের বেরিকেট ভেঙে যমুনার উদ্দেশে জবি শিক্ষক-শিক্ষার্থীরা জবি শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচি সকাল ১১ টায় ববি ভিসি প্রো-ভিসি ট্রেজারারকে পদ থেকে অব্যাহতি মোংলা বন্দরে ৫ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস

বৈষম্যবিরোধীদের "হত্যাকারী" বললেন ইবি ছাত্রদল আহ্বায়ক


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে হত্যাকারী বলে সম্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত ইবি শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলে সম্বোধন করেন তিনি।


সাহেদ আহম্মেদ বলেন, "আমাদের এক ছোট ভাই কিছুদিন আগে হত্যার শিকার হলো। কারা হত্যা করলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম কারো একার ছিলো না। এই প্লাটফর্মে থেকে সকল ছাত্র সংগঠন, সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। এই হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ সাড়ে ১৫টি বছর আন্দোলন করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। কিন্তু সেসবের এখনো কোনো বিচার হচ্ছে না।"


এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য  সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন, নুর উদ্দিন, সাক্ষর , উল্লাস হোসেন, রুকনুজ্জামান, আসাদ তৌফিক, আলামিন, রিফাত, তৌহিদুল, উৎস, আলী, রিয়াজ, মামুন, রায়হান, লিখন, তাপসসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


বক্তারা সেখানে আরো বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন করেছে। অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর সব জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা খুনের শিকার হচ্ছে। কিন্তু অন্য কোনো দলের নেতাকর্মীরা তো খুন হচ্ছে না। ছাত্রদলের রক্ত খুনিদের কাছে এতো মজা কেন। কিন্তু এত হত্যার পরেও বর্তমান সরকার দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কেন এসব জায়গায় চুপ থাকে। আমাদের ভাই সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। অতি দ্রুত এই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। সরকার যদি এর বিচার করতে না পারে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ভিসিকেও পদত্যাগ করা উচিত।


প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও খবর