নোয়াখালীতে বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী নিষ্পত্তিকৃত মামলায় জব্দকৃত আলামত- সেনবাগ থানাধীন হত-দরিদ্রদের মাঝে বিতরণ।
রোববার (১৩ নভেম্বর ) বিজ্ঞ জেলা জজ আদালত, নোয়াখালী'র স্মারক নং- ২০৮ তাং: ১১/৮/২০২২ খ্রিঃ এর আদেশানুযায়ী নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত সেনবাগ থানা হেফাজতে রক্ষিত ঢেউটিন সমুহ ১ম দফায় সেনবাগ থানাধীন ৫টি ইউনিয়নের ২৫ (পঁচিশ) জন হত-দরিদ্র পরিবারের মাঝে (প্রতি পরিবারকে ১৬ পিস) শনিবার সকাল ১১.০০ ঘটিকায় সেনবাগ থানা কম্পাউন্ডে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল ) নাজমুল হাসান রাজীব পিপিএম এর নেতৃত্বে ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিতরণ করা হয়।