◾বিপুল দেব রায়, ঢাকা || রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম সফরেই ইতিহাস সৃষ্টি করেছেন ড. ইউনূস। এবারের জাতিসংঘের সম্মলনে বিশ্বনেতাদের নজর ছিল বাংলাদেশের দিকে। নতুন সরকারের সঙ্গে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেন তারা।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো বিদেশ সফর করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিপক্ষীয় সফর না হলেও জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এই সফর করেন তিনি।
অতীতে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিলেও এবারের প্রেক্ষাপট ছিল অনেকটা ভিন্ন। ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এটিই ছিল প্রথম বিদেশ সফর। জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে থাকেন সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। ফলে বিশ্ব নেতারা সরকারকে কতোটা গ্রহণ করেছে সেটি জানতে অনেকেই চোখ রাখছিলেন এবারের সফরের দিকে।
এবারের সফর প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে বলে মত দিচ্ছেন কূটনীতিকরা। তারা বলছেন, নোবেলজয়ী ড. ইউনূস বিশ্ব নেতাদের কাছে আগে থেকেই পরিচিত মুখ। সেটির অনেকটা প্রতিফলন দেখা গেছে ড. ইউনূসের সফরে। মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেক দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া বিভিন্ন সংস্থা প্রধানও সাক্ষাৎ করেছেন তার সঙ্গে। তারা সবাই সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যেটি নতুন সরকারের চলার পথে সাহস যোগাবে।
জাতিসংঘ ও নিউইয়র্কে একাধিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ সবার নজর কেড়েছে। বিভিন্ন আয়োজনে তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে। অনেককেই লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। একটি ইভেন্টে ড. ইউনূসের সঙ্গে হাস্যজ্জ্বলভাবে ছবি তুলতে দেখা গেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে।
গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যান ড. মুহাম্মদ। সংক্ষিপ্ত সফরে আগে থেকেই বেশ কিছু সূচি নির্ধারিত ছিল ড. ইউনূসের। তবে এর বাইরেও অনেকের আগ্রহের প্রেক্ষিতে বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
◾বিশ্বনেতারা পাশে থাকার আশ্বাস:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা, মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস।
বৈঠকে ড. ইউনূসকে বাইডেন বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন করবে যুক্তরাষ্ট্র। ড. ইউনূস যে সংস্কার পরিকল্পনা করেছেন তাকে রূপ দিতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে।
বাকি রাষ্ট্র প্রধানরাও অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পাশে থাকাসহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরাল করার কথা জানিয়েছেন।
◾অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস
হাসিনা সরকার পতনের আগে থেকেই দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি অনেকটাই নিম্নমুখী। ফলে নতুন সরকারের সামনে অন্যতম চ্যালেঞ্জ দেশের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা।
এবারের সফরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এসময় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে ৩৫০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা জানান তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে সাক্ষাৎ করেন ড. মুহাম্মদ ইউনূস। জর্জিয়েভা জানান, বাংলাদেশের সংস্কার উদ্যোগে পাশে থাকবে আইএমএফ। বর্তমানে একটি মিশন ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে। প্রতিনিধি দলটি আগামী মাসে আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন দেবে।
ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চেও বক্তব্য দিয়েছেন মি. ইউনূস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন নিজেও এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএইডের প্রশাসকসহ অন্যান্য বিশ্ব নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। সফরকালে ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো-বাইডেনসহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি উচ্চপর্যায়ের ৪০টি পার্শ্ববৈঠকে অংশ নেন। সকাল ৮টায় শুরু হতো তার বৈঠক। এরপরও প্রায় শতাধিক বৈঠকের আবদার রক্ষা করতে পারেননি।
এবারের সবচেয়ে আকর্ষণ ছিল ইউনূস-বাইডেন বৈঠকটি। যা ছিল ঐতিহাসিক। কারণ জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যেভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে আলিঙ্গন করেছেন তা বিরল। বাইডেন নিজ থেকে বাংলাদেশে কী কী সমর্থন ও সহযোগিতা দেওয়া প্রয়োজন সে সম্পর্কে জানতে চেয়েছেন। একই সঙ্গে তিনি তার সরকারের পূর্ণ সমর্থন বাংলাদেশ পাবে বলেও জানান। দুদেশের রাষ্ট্রপ্রধানের বিরল ওই বৈঠকের পর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
রাজণৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনীতিক দিক থেকে বাংলাদেশ খুবই লাভবান হয়েছে তার এই সফরে। অত্যন্ত সফল একটি সফর হয়েছে।
২ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে