নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ কর্তৃক কাবিলপুর ইউপি'র বর্তমান সদস্য ০৪ (চার) মাসের সাজা ও ৫,৮০,০০০/- টাকার দন্ডপ্রাপ্ত আসামী তোফাজ্জল হোসেন প্রঃ তপন মেম্বার আটক।
মঙ্গলবার ( ১৫ নভেম্বর ) সোমবার ১৩/১১/২০২২ খ্রীঃ দিবাগত রাতে সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী'র (ওসি) দিক নির্দেশনায় কাবিলপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর- ৫৮৮/১৬ সংক্রান্তে সাজাপ্রাপ্ত আসামী তোফাজ্জল হোসেন তপন (৫৫) পিং আঃ রহিম সাং কাবিলপুর, থানাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী কে গ্রেফতার করা হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান গ্রেফতারকৃত আসামীকে সোমবার নোয়াখালী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।